img

নতুন করে ফের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে ভারতীয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেটকে ঘিরে।  এর আগে ২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন তিনি। কিন্তু মাত্র দু’বছর পরই সেই সংসার ভেঙে যায়। পরবর্তীতে করণ বিপাশা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পরলেও এখনো একাকীই জীবন কাটাচ্ছেন জেনিফার। 

এবার এ অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন, অবশেষে আবারও বিয়ে করতে যাচ্ছেন জেনিফার। জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই জল্পনা আরো জোরদার হয়েছে। 

তবে এই গুঞ্জনে জল ঢেলে দিলেন করণ ওয়াহি নিজেই। ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন, ‘সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ। এরপর যার সঙ্গে বিয়ের জল্পনা ছিল সেই জেনিফারের সঙ্গেও একটি রিল শেয়ার করেছেন এ অভিনেতা, যার ক্যাপশনে নিজেদের সম্পর্কের বন্ধনকে প্রেমের থেকেও বেশি গভীর বলে উল্লেখ করেন করণ ওয়াহি। 

বিয়ের জল্পনা শুরু হতে না হতেই দুজনের তরফ থেকে এমন জবাবের পর এবার সেই গুঞ্জনকে আপাতত গুজব বলেই মনে করছেন নেটিজেনরা। 

এই বিভাগের আরও খবর